পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি পি.এল.সি), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, ৮ই নভেম্বর ২০২২ থেকে বাংলাদেশের জ্বালানি তেলের পাইপলাইন পরিচালনা শুরু করেছে। পিটিসি পিএলসি এই পাইপলাইনগুলোর রক্ষণাবেক্ষণ, পরিচালনা, সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কোম্পানিটি কক্সবাজারের মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইন প্রকল্প, চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন, ঢাকায় কুর্মিটোলা হলে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত পাইপলাইনে জেট জ্বালানি পরিবহন এবং দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মতো বেশ কয়েকটি প্রধান প্রকল্পের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালুর লক্ষ্যে কার্যক্রম গ্রহেন করেছে। পিটিসি পিএলসি দেশের সামগ্রিক তেল পরিবহনের খরচ ও অপচয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে জ্বালানি তেল পরিবহনের প্রক্রিয়াকে আরও দক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে কাজ করছে।